গত কাল ৯ই সেপ্টেম্বর এক অনলাইন ইভেন্টের মধ্যমে ভারতে লঞ্চ করল Poco M2। ৬।৬৪ ও ৬।১২৮ এই দুটি বিকল্পে Poco M2 মার্কেটে উপলব্ধ থাকবে। ৬।৬৪ জন্য দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা এবং ৬।১২৮ এর জন্য দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা, এর সেল শুরু হচ্ছে ১৫ই সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে, এটি আপনি একমাত্র Flipkart থেকেই কিনতে পারবেন। তাহলে চলুন কেনার আগে এই ফোনের সমস্ত ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
ডিসপ্লে, Poco M2-তে থাকবে ৬.৫৩ ইঞ্ছি সাইজের Full HD+ full screen IPS ডিসপ্লে অর্থাৎ যার রেজুলেসন হবে ২৩৪০x১০৮০ পিক্সেল।
এই ফোনে মিডিয়াটেক হেলিও G80 অক্টা-কোর প্রসেসর উপলব্ধ থাকবে যার প্রাইমারি ক্লক স্পীড হবে ২ গিগাহার্জ ও সেকেন্ডারি ক্লক স্পীড হবে ১.৮ গিগাহার্জ এবং র্যাম থাকবে ৬ জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকবে ৬৪ জিবি অথবা ১২৮ জিবি এই দুটি বিকল্পে এছাড়াও আপনি চাইলে অতিরিক্ত মাইক্রোসড কার্ড ব্যবহার করে ৫১২ জিবি পর্যন্ত এর মেমরিকে বর্ধিত করতে পারবেন।
এই ফোনের পিছনের দিকে থাকছে রেয়ার LED ফ্ল্যাশ যুক্ত কোয়াড ক্যামেরা সেটাপ যার প্রাথমিক সেন্সার হল ১৩ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার, ম্যাক্রো সেন্সার হল ৫ মেগাপিক্সেল ও ডেপ্তথ হল ২ মেগাপিক্সেল এবং সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Poco M2-তে আপনি পাচ্ছেন ৫০০০ এমএএইচ-এর দুর্দান্ত পারফর্মেন্সের ব্যাটারি ব্যাকাপ। ২৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই, ২৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট এবং শুধু মাত্র গেম খেলেলেও ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকাপ দেবে। আর পাচ্ছেন স্বল্প সময়ে দ্রুত চার্জ করার জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জইং সাপোর্ট।
এছাড়াও থাকছে অতিরিক্ত সুরক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, C' টাইপ পোর্ট, ওটিজি সাপোর্ট, আইআর ব্লাস্টার, ৩.৫ মিমি অডিও জ্যাক আর অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ১০, আর মোটামুটি বাকি সব বলতে বুলুটুথ, GPS ইত্যাদি সব ঠিকঠাকই থাকছে।
Battery Capacity OS Resolution 5000mAh Android 10 2340x1080 pixels
0 Comments