Images may be subject to copyright

আজ ভারতে লঞ্চ করলো Realme C- সিরিজের দুটি স্মার্ট ফোন- C12 ও C15 আর সেই সাথেই লঞ্চ  করলো Realme Buds Classic নামে ইয়ারফোন। অবশ্য এর আগে Realme এই সিরিজের দুটি হেডফোন লঞ্চ করেছিলো- Realme Buds ও Realme Buds2 যার দাম ছিল ৪৯৯তাকা ও ৫৯৯ টাকা। 


Realme Buds Classic, ভারতে এই হেডফোনটির দাম রাখা হয়েছে ৩৯৯ টাকাএর সেল শুরু হচ্ছে ২৪শে অগাস্ট  ১২:০০ PM থেকে । আপনি এই হেডফোনটি Amazon ও realme.com  কিনতে পারবেনসাদা ও কালো এই দুটি বিকল্প রঙে উপলব্ধ।

 Realme Buds Classic হেডফোনটির ডিজাইন অনেকটা অ্যাপেল ইয়ারপডসের মতো।এই বাডসে উন্নত মানের সাউন্ড কুয়ালিটির জন্য ১৪.২ মিমি অডিও ড্রাইভার এবং বিল্ট-ইন হাই-ডেফিনেশন (এইচডি)মাইক্রফোন সহ একটি রিমোট সিস্টেম বোতাম রয়েছে যার সাহাজ্যে আপনি প্লেব্যাক মিউজিক নিয়ন্ত্রন করতে পারবেন ও ভয়েস কল রিসিভ/রিজেক্ট করতে পারবেন।