Images may be subject to copyright
আজ ভারতে লঞ্চ করলো Realme C- সিরিজের দুটি স্মার্ট ফোন- C12 ও C15 আর সেই সাথেই লঞ্চ করলো Realme Buds Classic নামে ইয়ারফোন। অবশ্য এর আগে Realme এই সিরিজের দুটি হেডফোন লঞ্চ করেছিলো- Realme Buds ও Realme Buds2 যার দাম ছিল ৪৯৯তাকা ও ৫৯৯ টাকা।
Realme Buds Classic, ভারতে এই হেডফোনটির দাম রাখা হয়েছে ৩৯৯ টাকা, এর সেল শুরু হচ্ছে ২৪শে অগাস্ট ১২:০০ PM থেকে । আপনি এই হেডফোনটি Amazon ও realme.com কিনতে পারবেন, সাদা ও কালো এই দুটি বিকল্প রঙে উপলব্ধ।
0 Comments