Images may be subject to copyright.


দক্ষিণ কোরিয়ার কোম্পানি LG আনতে চলেছে এক অনন্য ডিজাইনের ডুয়েল স্ক্রীন ফোন, এই প্রথম কোন কোম্পানি ডুয়েল স্ক্রীন স্মার্ট ফোন মার্কেটে আনতে চলেছে। এর আগে মার্কেটে ডুয়েল স্ক্রীন ফোন দেখাগেছে কিন্তু এর ডিজাইন একেবারেই আলাদা, এ যেন ফোনের ডিজাইনের জগতে এক বিপ্লব আনতে চলেছে। একটি জনপ্রিয় অনলাইন সংস্থার Android Authority পাবলিশ করা ভিডিও থেকে এই মোবাইলটির কথা প্রথম জানা যাই, LG Wing নামে যদিও অফিশিয়াল ভাবে এখনো কোন নাম প্রকাশ করা হয়নি।মনে করা হচ্ছে এই বছরের শেষের দিকে ফোনটি লঞ্চ করতে পারে মোটামুটি সেপ্টেম্বর শেষ অথবা অক্টোবরের প্রথম। 
    
    LG Wing ডুয়েল স্ক্রীন   প্রাথমক স্ক্রীনের পেছন থেকে রোটেট হয়ে সেকেন্ডারি স্ক্রীনটি বের হয়ে আসে তারপর ইংরাজি বড়ো হাতের 'T' অক্ষরের মতো আকৃতি ধারন করে। এই ফোনে ৬.৮ ইঞ্চি প্রাইমারি স্ক্রীন ও সেকেন্ডারি স্ক্রীনটি হবে ৪ ইঞ্চি এবং  কোয়ালকম স্নাপড্রাগন ৭৬৫ বা ৭৬৫জি  প্রসেসার থাকতে পারে বলে আসা করা যাচ্ছে। আরাও জানা যাচ্ছে যে ৫জি সাপোর্টের এই ফোনে ট্রিপিল ক্যামেরা থাকতে পারে যার প্রাথমিক সেন্সার হবে ৬৪ মেগাপিক্সেলের। বিশেষ সুবিধা হল সেকেন্ডারি স্ক্রীনটি প্রাইমারি স্ক্রীনটির সাথেই জুড়ে থাকবে এবং ইচ্ছে মতো আপনি সেকেন্ডারি স্ক্রীনটি চালু করতে পারবেন, এমন নয় যে ফোন চালু করার সাথে সাথেই সেকেন্ডারি স্ক্রীনটিও চালু হয়ে যাবে। 

    তবে এখনো এই ফোনের সম্পূর্ণ তথ্য, দাম জানা যাইনি, তবে খুব শীঘ্রই আমরা সেগুলি জানতে পারব।